মহেশপুরে এক সপ্তাহে ৩ কৃষকের হালের বলদ চুরি
এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ৭ই এপ্রিল দিবাগত রাত্রে ফতেপুর নিমতলা গ্রামের মৃত আহব্বারী মন্ডলের ছেলে জাহিদুল ইসলামের একটি হালের বলদ যার মূল্য প্রায় ৮০হাজার টাকা, গত ৬ই এপ্রিল দিবাগত রাত্রে একই গ্রামের মৃত মুক্তার মন্ডলের ছেলে কওছার আলীর একজোড়া হালের বলদ যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা, গত ১লা এপ্রিল দিবাগত রাত্রে সাড়াতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে রওশন আলীর জার্সি গাভী যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়ে যায়। গুরু চুরি এখন মহেশপুর উপজেলায় নিত্যনৈমিত্তিক ঘটনা। এ ব্যাপারে মহেশপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এস.আই আলিমুজ্জামান জানায়, গরু চুরির বিষয়ে মহেশপুর থানা সজাগ আছে এবং তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
No comments