মহেশপুরে ভাগড়ীর বিলের দীর্ঘ মেয়াদী ইজারা বন্ধ, প্রভাবশালী ব্যক্তিদের দখলে


ঝনিাইদহ প্রতনিধিি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪১ নং শ্রীপুর বাঙ্গালীনি মৌজার অর্ন্তভুক্ত ভাগড়ীর বিল জলমহলটির বিরুদ্ধে মামলা থাকায় দীর্ঘ মেয়াদী ইজারা প্রদান বন্ধ আছে।
জানাগেছে, ভাগড়ীর বিল জলমহলটি মিস সায়রাত ০৩/ঢওওও/১৪-১৫ নং কেসের আদেশে সায়রাভূক্ত করার পর ভাগড়ীর বিল জলমহলটি রীট পিটিশন ১৯৪৩/১৫ নং মামলা থাকায় জলমহল হিসাবে ইজারা প্রদান না করে খাস আদায় করা হচ্ছিল। জলমহলটি বাংলা ১৪২৪ সনের ৩০ চৈত্র পর্যন্ত ৮০ হাজার টাকা খাস আদায় মূল্যে ভাষানপোতা মৎস্যজীবি সমাবয় সমিতি লিঃ মহেশপুর ঝিনাইদহ এর অনুকূলে খাস আদায় প্রক্রিয়ায় সরকারি রাজস্ব আদায়ের প্রস্তাব, জেলা জলমহল কমিটির ২৩/০৩/২০১৭ তারিখের সভায় অনুমোদন হওয়ায় ইজারা দেওয়া ছিল। নালিশী জমির বিলটিতে মহামান্য হাইকোর্টে ৫৮০০/১১ নম্বর মামলা ও জলমহল ইজারার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন ৫১১৩/১৬ নং মামলা থাকায় গত ইং ০৪/০৪/২০১৮ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি জলমহল ব্যবস্থানা কমিটি, মহেশপুর, ঝিনাইদহ। মো: কামরুল ইসলাম স্বাক্ষরিত সভায় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাগড়ীর বিলটি ভাষানপোতা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর অনুকূলে দীর্ঘ মেয়াদী ইজারা বন্দোবস্ত প্রদানের বিষয়ে সুপারিশ করা হয় নাই।

No comments

Powered by Blogger.