মহেশপুরে এক ইউপি মেম্বরের বিরুদ্ধে লম্পটি করার অভিযোগ পাওয়া গেছে।


ঝনিাইদহ প্রতনিধিি :
গত ১০ এপ্রিল রাত্রে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য বিশারত আলী বিশু ৫ নং ওয়ার্ডের এক বিবাহিত মহিলার ঘরে প্রবেশ করে জোর পুর্বক লম্পটি করা কালিন স্থানীয় জনতার হাতে ধরা পড়ে টর্স লাইট গামছা ও মোবাইল ফেলে পালিয়ে যায়।মহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কতিপয় স্থানীয় ক্ষমতাশীলরা দলীও প্রভাব খাটিয়ে বিশারত আলী বিশু মেম্বরকে বাচানোর জন্য মেয়েটিকে হুমকি প্রদান করে কোন আইনের আশ্রয় নিতে দিচ্ছে না বলে মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। জানা গেছে ইউপির ৫ নং ওয়ার্ডের কামাল বিশ্বাস এর বিবাহিত কন্যা মেঘনা খাতুন (২৮)বিবাহ বিচ্ছেদ করার অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ইউপিতে একটি অভিযোগ করে। এ নিয়ে ৪ নং ওয়ার্ড সদস্য বিশারত হোসেন বিশুর সাথে একটি সমঝতার কথা হওয়ার সুযোগে মেয়েটির সাথে আলাপ আলোচনা হয়। আর এই সুযোগে ১০ এপ্রিল রাত্রে বিশারত হোসেন বিশু মেম্বর মেয়টির ঘরে প্রবেশ করে জোর পুর্বক লম্পটি করা কালিন মেয়েটির আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে লম্পট বিশু মেম্বর টর্স লাইট গামছা ও মোবাইল ফেলে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ইউপির শ্যামকুড় বাজারে বসাবসি করেও আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি। অপর দিকে স্থানীয় ক্ষমতাশীল কতিপয় ব্যাক্তিরা বিশু মেম্বরের পক্ষ নিয়ে মেয়েটিকে আইনের আশ্রয় নিতে দিচ্ছে না বলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । এ নিয়ে পক্ষ বিপক্ষের সৃষ্টি হয়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংখ্যা দেখা যাচ্ছে। যে কোন মহুর্তে রক্ত-ক্ষয়ির সংঘর্ষ ঘটতে পারে। এহেন ঘটনায় মেয়েটির সাথে কথা বললে তিনি ঘটনার কথা শিকার করে বলেন বিশু মেম্বর পুর্ব সুবাদে ঘরে প্রবেশ আমাকে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় আমার সন্মান বাচাঁতে আর্ত চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে লম্পট বিশু মেম্বর ঐ সব কিছু ফেলে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে বিশু মেম্বরের সাথে কথা বললে তিনি বলেন আমি তার কাছে গিয়েছি অন্য একটি বিষয় নিয়ে আর এ সুযোগে আমার প্রতিপক্ষ একটি গ্রুপ এই অপবাদ ছড়াচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয় এটা একটি সড়যন্ত্র । এ ঘটনায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ হক ঘটনার কথা স্বীকার করে বলেন আমিও শুনেছি বিষয়টি তদন্ত চলছে এবং তা সমাধানের চেষ্টা করা হচ্ছে তবে এহেনও ঘটনায় আমরা লজ্জিত।

No comments

Powered by Blogger.