গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪
চিত্রা নিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিএস পরিবহনের একটি নৈশকোচ ভোরের দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বকচরায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ চার জন নিহত হয়। এঘটনায় আহত ১৫ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments