ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত


ঝিনাইদহ, প্রিতনিধ : ঝিনাইদহের শৈলকুপার আসাননগর নামক স্থানে বাসের ধাক্কায় আলিম শাহ (৩৫) নামের এক নসিমন চালক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম শাহ শৈলকুপার গাড়াগঞ্জ কুলুপাড়ার সদর শাহ’র ছেলে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, বিকেলে আলিম শাহ তার নসিমন নিয়ে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিল। পথে আসাননগর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া থেকে বেনাপোলগামী সীমান্ত পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে আলিম শাহ ঘটনা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

No comments

Powered by Blogger.