ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের ১০ জন কবির বইয়ের মোড়ক উন্মোচন
ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের ১০ জন কবির বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সাথে জেলা সাহিত্য পরিষদের পরিচিতি সভা শেষে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। জেলা সাহিত্য পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, এনডিসি সুপ্রভাত চাকমা, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সভাপতি এন এম শাহজালাল, সহ-সম্পাদক এম এ কবীর, এম আব্বাস উদ্দিন, আজীবন সদস্য আমির হোসেন মালিতা, হোসনে আরা খোন্দবার, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু প্রমুখ। পরে লেখক অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলামের; বারোবাজারের পুরার্কীতি, মরমি কবি মঈন উদ্দিন: জীবন ও কাব্য, গ্রাম কংশীর ইতিহাস, জেলা ঝিনাইদহের পুরার্কীতি, স্বাধীনতা সংগ্রাম ঝিনাইদহ, জেলা ঝিনাইদহের লোককবি ও লোকগান, ঝিনাইদহ জেলার ইতিহাস পরিক্রমা ১ম ও ২য় খন্ড, ঝিনাইদহ জেলায় নীলচাষ ও নীলবিদ্রোহের ইতিহাস, ঝিনাইদহ জেলার গুণী ও সূধীজন, মহাকবি মোহাম্মদ আবু বকর এর:- ‘গীতিসূধা’, আহমদ রাকীবের ‘ আবেগ তাড়িত মেঘ, কোথাও যাবো না আর, ঝড়া পাতার উৎসবে, উদ্বিগ্ন সময়, রক্তাক্ত চুম্বনে’, কবি ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর ‘ কবি বন্দে আলী মিয়ার জীবন ও সাহিত্য’ কবি এমদাদ শুভ্র এর ‘কবিতা এক ধারালো ইস্পাত, কবি এম আব্বাস উদ্দিন আহমেদ এর ‘ভাষা সৈনিক রফিক, শিল্প প্রাঙ্গণে’, কবি গৌতম বসুর ‘লনিলী মিত্তিরের মুখ’ কবি দুলাল মুখার্জীর এর-তৃষিত হৃদয়ে বোবা চোখ, কবি ড. তপন গাঙ্গুলীর ‘ সাহত্যি কথন ও কবি বজলে জহুরুল হক এর ‘দুষ্টু দুষ্টু কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
No comments