ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার সময় বিএনপির ৬ নেতাকর্মী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার পরিকল্পনার সময় বিএনপির ৬ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আশরাফুল আশরাফসহ ৬ জন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শহরের আদর্শপাড়ার একটি বাড়ীতে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রনক, মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলামসহ ৬ জনকে। এসময় আটককৃতদের কাছ থেকে নাশকতা সরঞ্জমাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
No comments