নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন
ঝিনাইদহ চিত্রা নিউজ ঃ ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে জেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, এস এস টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৎস্যজীবী নজরুল ইসলাম ও আব্দুল মজিদ অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নবগঙ্গা নদীর সাহেব বাড়ির আঙ্গিনায় মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়।
No comments