ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
চিত্রা নিউজ ॥ ১৬ মার্চ’২০১৮
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগীতা সার্বিক তত্তাবধান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।
এবারের প্রতিযোগীতায় ১১ টি বিভাগে ২ শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগীতা শেষে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম এবং আগামীকাল শনিবার জেলা প্রশাসনের অনুষ্ঠানে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।
No comments