প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের বার্ষিক সভা অনুষ্ঠিত



ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস স্বাস্থ্য সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এর ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনিকেতন পাঠশালার হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাড. শফিউল আলম লুলু সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা নাসরিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার নাইমা কায়েস, প্রকৃতি মেডিকপস হাসপাতালের উপদেষ্টা আতাউর রহমান মিটন, পরিদর্শক শরিফুল ইসলাম, প্রকৃতি মেডিকপস হাসপাতালের সহসভাপতি প্রভাত ব্যানার্জী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সভাপতি এ্যাড. মিজানুর রহমান। বার্ষিক সাধারণ সভায় সভায় সংগঠনের স্থিতি-পত্র এবং আগামী অর্থ বছরের (২০১৭-১৮) পরিকল্পনা ও বাজেট উপস্থাপন করা হয়।

উল্লেখ্য প্রকৃতি মেডিকপস স্বাস্থ্য সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে একটি উন্নত মানের সামাজিক হাসপাতাল তৈরি করছে। আর এই হাসপাতালটি শেয়ার ভিত্তিক । সংগঠনের সদস্যদের টাকায় এটি তৈরি হচ্ছে।

No comments

Powered by Blogger.