কবুতর ও শালিক


       মোঃ রাশেদ সরোয়ার
কবুতর ও শালিকে হলো বড় দ্বন্দ
নেওয়া খাওয়া দূরে থাক মুখ দেখা বন্দ
নানা মহা ব্যপারে বেধেছে যে গোলযোগ
কেও করে খন্ডন কেও করে অভিযোগ
শালিক কয় কবুতরে বাসা বোনার গুন নাই
কলিজায় পানি তোর এক ফোটা খুন নাই
খাস তুই মাপা হাত দেন যা মালিকে
দুনিয়ার দানা সব খায় দেখ শালিকে
হাত থেকে নিয়ে খাস মানুষেরি দানা
বিনিময়ে পরগাছা খোয়া যায় ছানা।
কবুতরে হেসে হেসে কয় আমি ধোন্য
মোর জান কোরবান মালিকের জন্য।
তুই যেই দানা খাস সেতো সেই মালিকের
চুরি করে খেয়ে ভাবো পান নাকো তিনি টের।
বাসা তিনি তাকে দেন যিনি তার মেহমান
প্রিয় বলে তিনি ভাই বাচান যে মোর প্রাণ
আষাড়ের সকালে ছানা মরে অকালে
এত বেচে তোর ছানা দুনিয়াতে কটারে?
দেন যিনি জান-প্রাণ তিনি যদি কিছু চান
দেয়াটায় সফলতা নেই কী তোর জ্ঞান
মুল কথা শোন ভাই তুমি হতে পারোনাই
মালিকের প্রিয় তায় আছো তুমি অজানায়
প্রিয় জনে নেন তিনি কত শত পরীক্ষণ
বিনিময়ে যেন ভাই ভরে যায় মোর মন।

No comments

Powered by Blogger.