কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন
ঝিনাইদ( চিত্রা নিউজ ): নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে ।
বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এর আগে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বিশ্ব সাহিত্য কেন্দ্র জেলা ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন, চারুগৃহ’র পরিচালক আরেফিন অনু, সাহিত্যিক সুমন শিকদার ।
আরো উপস্থিত ছিলেন- নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সভাপতি শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদ, ত্রিতাল নিত্য একাডেমীর সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ সুমনসহ অন্যান্যরা ।
আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে 'ইউএস-বাংলা'র বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে এ পর্যন্ত নিহত হয় ৫১ জন ।
No comments