ঝিনাইদহে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচি পালিত
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ে সচেতনতা মুলক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের নিউ একাডেমী স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নিউ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলবাছ হাসান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, পরিদর্শক মীর্জা মাহমুদ রশীদ, জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদার রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে সকলশ্রেণীর মানুষের কাজ করতে হবে। বক্তারা, এসময় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যাল বিষয়ে নানা আলোচনা করেন।
No comments