ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রি’র নব-নির্বাচিত কমিটির দ্বায়িত্বভার গ্রহণ


ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রি’র নব-নির্বাচিত কমিটির দ্বায়িত্বভার গ্রহণ করেছে। শনিবার দুপুরে চেম্বার ভবনে এ উপলক্ষে ৩২ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি খোন্দকার সাখাওয়াৎ হোসেন, বর্তমান কমিটির পরিচালক কাইয়ুম শাহরিয়ার জাহেদী, হারুন-অর রশিদ, এ কে এম রোকনুজ্জামান রানু, তোফাজ্জেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ আলহাজ সাইদুল করিম মিন্টু’র হাতে দ্বায়িত্বভার অর্পন করেন।


No comments

Powered by Blogger.