ঝিনাইদহে ৩ দিন ব্যাপী আচরণগত পরিবর্তন যোগাযোগ কৌশল প্রণয়ন বিষয়ক কর্মশালার সমাপনী
ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ মার্চ’২০১৮
ঝিনাইদহে নগরব্যাপী অন্তর্ভূক্তিমুলক স্যানিটেশন-সম্পৃক্তি প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী ‘আচরণগত পরিবর্তন যোগাযোগ কৌশল প্রণয়ন বিষয়ক কর্মশালার শেষ হয়েছে। বুধবার বিকেলে শহরের এইড কমপ্লেক্সে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পৌরসভার পয়-নিষ্কাশন ব্যবস্থা শতভাগ নিরাপদ করার লক্ষ্যে গত ১৯ মার্চ সকালে কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ পৌরসভা ও এইড ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসএনভি) এ কর্মশালার আয়োজন করে। ৩ দিন ব্যাপী এই কর্মশালায় সহায়ক ছিলেন এসএনভি’র টিম লিডার রাজীব মুনানকামী, সিটি কো-অর্ডিনেটর রুহুল আমিন, আচরণগত পরিবর্তন যোগাযোগ (বিসিসি)’র উপদেষ্টা এস এম এম হোসাইন। কর্মশালা থেকে জানানো হয় ঝিনাইদহ পৌরসভায় ৯৮ ভাগ টয়লেট থাকলেও তার সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না। মাত্র ২ শতাংশ মানুষ তাদের পয়-নিষ্কাশনের সঠিক ব্যবহার করেন। সমগ্র বাংলাদেশের মধ্যে ৩ মানববর্জ্য শোধনাগার রয়েছে। তার মধ্যে ঝিনাইদহে একটি। কিন্তু আচরণগত পরিবর্তন না হওয়ার কারণে মানববর্জ্য সঠিক ভাবে ব্যবহার হচ্ছে না। কর্মশালায় কৌশল প্রনয়ন বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন, মতামত গ্রহণ, দলীয় অনুশীলন করা হয়। এতে জনপ্রতিনিধি, সমাজ সেবক, পৌর কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৪৭ জন অংশগ্রহণ করেন।
No comments