ঝিনাইদহে বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুজেয় শ্যামকে সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩১ মার্চ’২০১৮
ঝিনাইদহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক ও বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুরকার সুজেয় শ্যামকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। একুশে পদকে ভূষিত হওয়ায় শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধণা প্রদান করেন গণশিল্পী সংস্থা জেলা শাখা। ঝিনাইদহ আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুর রহমান মিন্টু, বাংলাদেশ গণশিল্পী সংস্থা’র সহ-সভাপতি মিনা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সুমন শিকদার। অনুষ্ঠানের শুরুতে গণশিল্পী সংস্থা, জেলা প্রশাসনসহ নানা সংগঠনের পক্ষ থেকে সুরকার সুজেয় শ্যামকে সংবর্ধনা প্রদাণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
No comments