ঝিনাইদহে রাহুল স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
ঝিনাইদহ চিত্রা নিউজঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে রাহুল স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
No comments