ঝিনাইদহের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস
ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ মার্চ’২০১৮
ঝিনাইদহের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়। ডিজিটাল হাজিরা, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, নিজের লেখা বই, আইসিটি দক্ষতা ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো দিক। উল্লেখ্য, ১৯৭৩ সালে কাঞ্চননগর মডেল স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫২ জন শিক্ষক কর্মচারী ও ২৬’শ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি কলেজে রুপান্তরিত হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমানসহ সকল শ্রেণীপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালেও অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সদর উপজেলা শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
No comments