হরিণাকুন্ডের স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ মার্চ’২০১৮
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নী গ্রামের স্কুল ছাত্রী গণধর্ষন মামলার প্রধান আসামী রাজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন পাশ^বর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার কন্দোরপদিয়া গ্রামের ইমারুল হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে সাভারের জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উলে¬খ্য, চলতি বছরের ২৫ জানুয়ারী উপজেলার সাবেক বিন্নী গ্রামের ১০ম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আসামী রাজনসহ দু’জনকে আসামী করে নির্যাতিতার বাবা হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় তৎকালীন সময়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.