কালীগঞ্জে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার




ঝিনাইদহ চিত্রা নিউজঃ
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএস জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, উপজেলা পরিবেশক সমিতির সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস প্রমুখ।
সেমিনারটি পরিচালনা করেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ক্যাবের সাধারণ সম্পাদক শিবুপদ বিশ্বাস।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ভোক্তা অধিকার আইনের গুরুত্বপূর্ণ বিষয় ও ধারা সমুহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

No comments

Powered by Blogger.