ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত



ঝিনাইদহ চিত্রা নিউজঃ
‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মানবাধিকার কর্মী এন এম শাহজালাল, আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, ভোক্তার অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও অনলাইন ভিত্তিক বাজার ব্যবস্থায়  ক্রেতা ও বিক্রেতা উভয়কে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.