ঝিনাইদহে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ মার্চ’২০১৮ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ রুপবান বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত রুপবান বেগম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল করিমের স্ত্রী।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আলমগীর আলম জানান, গোপন সংবাদের তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে বাসযোগে ঝিনাইদহে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ রুপবান বেগমকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
No comments