দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালী মানববন্ধন ও শপথ বাক্য পাঠ
ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩১ মার্চ’২০১৮
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালী, মানববন্ধন ও শপথ বাক্য পাঠ করা হয়েছে।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য হাফিজুর রহমান, ডা: রেজা সেকেন্দারসহ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এর আগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
No comments