কালীগঞ্জে চাকা ফেটে ট্রাক পুকুরে ড্রাইভারসহ আহত ৩
কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে বালু বোঝায় একটি ট্রাকের চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় পুকুরের মধ্যে পড়ে যায়। সে সময় ট্রাকের ড্রাইভার শরিফুল ইসলামসহ তিনজন আহত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামসুর রহমান জানান, কুষ্টিয়া থেকে যশোরগামী একটি বালু বোঝায় ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৪-৪১৫৭) বারবাজার হাইওয়ে থানার সামনে পৌছালে ট্রাকের সামনের ডানপাশের চাকা ফেটে হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি বড় পুকুরের মধ্যে পড়ে যায়। সে সময় ড্রাইভারসহ তিন জন আহত হয়। আহতদের মধ্যে ড্রাইভার ট্রাকের স্টায়ারিং এর মধ্যে আটকা পড়ে। ফায়ার ম্যান জহিরুল ইসলাম পানিতে নেমে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ট্রাকের স্ট্রায়ারিং ভেঙ্গে ড্রাইভার শরিফুল ইসলামকে উদ্ধার করেন। শরিফুল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আজহারুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments