ঝিনাইদহে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা ব্রান্ডিং বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আজ রবিবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও প্রযুক্তি) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
আলোচনা সভা শেষে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল, শিক্ষক, নাগরিক সেবা প্রতিষ্ঠানসহ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
No comments