ঝিনাইদহে একই রশিতে ঝুলে ভগ্নিপতি ও শ্যালিকা আত্মহত্যা


 সাঈদুর রহমান,কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে : //ঝিনাইদহের পল্লীতে পরকীয়ায় বাধা পেয়ে একই রশিতে ঝুলে ভগ্নিপতি ও শ্যালিকা আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার সকালে মুন্নি খাতুন ও বিল্লাল হোসেন নামে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না দন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর উপজেলার নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বদিউজ্জামান জানান, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টুর হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে সুমির বিয়ে হয়। এরপর সুমির ছোট বোন মুন্নির সঙ্গে বিল্লাল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন। সপ্তাহখানেক আগে বিল্লাল ও মুন্নি পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়ি ফিরিয়ে আনেন। তাদের এই সম্পর্কে পরিবারের লোকজন বাধা দেওয়ায় মঙ্গলবার দিনগত রাতে বাড়ির পাশের একটি কড়াই গাছের ডালে একই রশিতে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যাা’ মনে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.