কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার॥ ইয়াবা উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ কালীগঞ্জে পৃথকস্থান থেকে পুলিশ গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল মজিদ, ঠিকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল ইসলাম ও দেবরাজপুর গ্রামের আবির শিকদারের ছেলে আশরাফুল।
কালীগঞ্জ থানার এএসআই তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মঙ্গলপৈতা গ্রামের মজিদের বাড়িতে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে পুলিশ এ খবর পেয়ে মঙ্গলপৈতা গ্রামের অভিযান চালায়। এ সময় পুলিশ গাজাসহ মজিদ ও জিয়ারুলকে আটক করে ।
অন্যদিকে বৃহস্পতিবার দিনগত রাত ৯ টার দিকে পুলিশ দেবরাজপুর গ্রামে অভিযান চালিয়ে আবির শিকদারের ছেলে আশরাফুলকে ৭ পিচ ইয়াবাসহ আটক করে ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে । আসামিদের শুক্রবার জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments