ঝিনাইদহে এক কৃষকের ১ বিঘা জমির বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

 সাঈদুর রহমান,কালীগঞ্জ(ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমিতের বেগুন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা বৃদ্ধ কৃষক মালেক মন্ডলের এ বেগুন ক্ষেতের গাছ কেটে দেয়। এ ঘটনায় কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কৃষক মালেক মন্ডল জানান, ধার দেনা করে এক বিঘা জমিতে বেগুন লাগিয়েছিলেন। ইতিমধ্যে তার বেগুনের ক্ষেতে বেগুন ধরতে শুরু করেছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা তার বেগুন ক্ষেত কেটে দিয়েছেন । শনিবার সকালে জমিতে গিয়ে তিনি কাটা বেগুন গাছ দেখতে পান। তিনি বলেন, তার বেগুন ক্ষেতে ইতিমধ্যে বেগুন ধরতে শুরু করেছে। এই বেগুন ক্ষেত থেকে প্রায় লক্ষাধিক টাকার বেগুন তিনি বিক্রি করতে পারতেন।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন, বিষয়টি আমি শুনেছি। তবে ক্ষতিগ্রস্থ কৃষক থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

No comments

Powered by Blogger.