কলেজের তালাবদ্ধ কক্ষ থেকে ৫টি কম্পিউটার চুরি ।




মাগুরা চিত্রা নিউজঃ মাগুরা আদর্শ কলেজে রহস্যময় চুরির ঘটনা ঘটেছে তালাবদ্ধ কম্পিউটার কক্ষ থেকে ৫টি কম্পিউটার চুরি হয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ, কম্পিউটার শিক্ষা সংশ্লিষ্ট কোনো শিক্ষক-কর্মচারী কেউ জানেন না কবে, কীভাবে এই চুরির ঘটনা ঘটেছে
কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের ডেমোনেস্টেটর মিতালি প্রামাণিক জানান, গত বুধবার তিনি সর্বশেষ কম্পিউটার বিষয়ক ক্লাস নিয়েছেন এরপর আর কখনো কলেজের পুরাতন ভবনের তৃতীয় তলার ওই কক্ষে প্রবেশ করেননি। কিন্তু আজ বুধবার সকালে কম্পিউটার ক্লাস নেওয়ার জন্যে ওই কক্ষের তালা খুলে সেখানে কম্পিউটার টেবিলগুলো খালি দেখে কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানান


কলেজ অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস বলেন, কম্পিউটার কক্ষের তালার তিনটি চাবি শিক্ষক শফিকুল ইসলাম জিন্নাহ, ডেমেনেস্টেটর মিতালি প্রামাণিক এবং সেলিনা খানমের কাছে থাকে কিন্তু ঘটনার পর থেকে শিক্ষক শফিকুল ইসলাম জিন্নাহকে পাওয়া যাচ্ছে না যেটি খুবই রহস্যজনক  বিষয়টি পুলিশকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে
এদিকে মাগুরা আদর্শ কলেজ মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চিহ্নিত এক যুবককে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ করিডোরে বন্দি অবস্থায় দেখা গেলেও কিছুক্ষণ পর তার সঙ্গীরা দেয়াল ভেঙে তাকে বের করে নিয়ে যায় তবে সময় তাদের কাছে কম্পিউটার মনিটর বা অন্যকিছু ছিল কিনা সেটি তারা জানাতে পারেননি
সদর থানার ওসি তদন্ত মাহবুব আল হাসান জানান কলেজ কর্তৃপক্ষের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে




No comments

Powered by Blogger.